ভারতের স্বাধীনতা সংগ্রামে বই, পত্রিকা ও খবরের কাগজের ভূমিকা

Show Important Question


61) Who started the newspaper Shom Prakash ? / কে 'সোমপ্রকাশ' সংবাদপত্রটি শুরু করেন ?
A) Dayananda Saraswati/ দয়ানন্দ সরস্বতী
B) Raja Rammohan Roy/ রাজা রামমোহন রায়
C) Ishwar Chandra Vidyasagar/ ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D) Surendranath Banerjee/ সুরেন্দ্রনাথ ব্যানার্জি

62) Who wrote the book ‘Drain of Wealth’ ? / 'Drain of wealth' বইয়ের লেখক কে ?
A) Jawaharlal Nehru/ জওহরলাল নেহেরু
B) Dadabhai Naoroji/ দাদাভাই নওরোজি
C) Mahatma Gandhi/ মহাত্মা গান্ধি
D) Ramesh Chandra Dutta/ রমেশচন্দ্র দত্ত

63) Who wrote the book ‘Ghulamgiri’? / 'গোলামগিরি' গ্রন্থটি কে লেখেন ?
A) Sir Syed Ahmed Khan/ স্যার সৈয়দ আহমেদ খান
B) Rammohan Roy/ রামমোহন রায়
C) Jyotiba Phule/ জ্যোতিবা ফুলে
D) B. R. Ambedkar/ বি. আর. আম্বেদকার

64) ‘সঞ্জীবনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
A) নবগোপাল মিত্র
B) কৃষ্ণকুমার মিত্র
C) শিশিরকুমার ঘোষ
D) অরবিন্দ ঘোষ

65) ‘সন্ধ্যা’ পত্রিকার প্রকাশক কে ছিলেন ?
A) ব্রহ্মবান্ধব উপাধ্যায়
B) উপেন্দ্রনাথ দত্ত
C) অরবিন্দ ঘোষ
D) সতীশচন্দ্র মুখোপাধ্যায়

66) ‘Independent’ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন ?
A) জওহরলাল নেহেরু
B) মতিলাল নেহেরু
C) অ্যানি বেসান্ত
D) আম্বেদকর

67) কে ইন্ডিয়ান মিরর পত্রিকা সম্পাদনা করেন?
A) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
B) কেশবচন্দ্র সেন
C) রামমোহন রায়
D) গোবিন্দ রানাডে

68) অ্যানি বেসান্ত কোন পত্রিকা প্রকাশ করতেন ?
A) কমন উইল
B) ভারত কথা
C) নবজীবন
D) ইয়ং ইন্ডিয়া

69) মুজাফফর আহমেদ সম্পাদিত পত্রিকাটি হল -
A) গণবাণী
B) গণদেবতা
C) গণশত্রু
D) বাংলার কথা

70) ভারতে প্রথম ইংরাজি সংবাদপত্রের নাম কি ?
A) বোম্বে টাইমস
B) টেলিগ্রাফ
C) হিকির গেজেট
D) হিন্দুস্থান টাইমস

71) বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয় কোন প্রত্রিকায় ?
A) ভারত কথা
B) বাংলার কথা
C) বেঙ্গলি
D) সঞ্জীবনী

72) ‘সুলভ সমাচার’ পত্রিকাটি কে প্রকাশ করতেন ?
A) আম্বেদকর
B) কেশবচন্দ্র সেন
C) গান্ধীজী
D) নবগোপাল মিত্র

73) ‘স্বদেশ ও স্বাধীনতা’ বইটি কার লেখা ?
A) অশ্বিনীকুমার দত্ত
B) অরবিন্দ ঘোষ
C) লালা লাজপত রায়
D) দাদাভাই নৌরজি

74) ‘Why Am I an Atheist’ বইটি কার লেখা ?
A) বিপিনচন্দ্র পাল
B) ভগৎ সিং
C) যতীন দাস
D) সরোজিনী নাইডু

75) কোন পত্রিকাটি নব্যবঙ্গ কর্তৃক প্রকাশিত হত ?
A) ফ্রি ইন্ডিয়া
B) জ্ঞানান্বেষণ
C) সমাচার দর্পণ
D) সংবাদ কৌমুদি

76) ‘হরিজন’ পত্রিকার প্রকাশক কে ?
A) বি.আর.আম্বেদকর
B) মহাত্মা গান্ধী
C) বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
D) কোনোটিই নয়

77) Who started the first English Newspaper in India ? / ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন ?
A) Bal Gangadhar Tilak/ বাল গঙ্গাধর তিলক
B) Raja Rammohan Roy/ রাজা রামমোহন রায়
C) J. A. Hickey/ জে. এ. হিকি
D) Lord William Bentinck/ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

78) ‘Neel-Darpan’ by Dina Bandhu Mitra portrays the plight of / দীনবন্ধু মিত্র রচিত ‘নীল দর্পণ’ গ্রন্থে কোন শ্রেণির ওপর নিপীড়নের বর্ণনা আছে ?
A) Bengali Artisans/ বাংলার কারিগর
B) Indigo Planters/ নীল চাষি
C) Landless Labourers/ ভূমিহীন মজুর
D) All of them/ উপরোক্ত প্রতিটি শ্রেণীরই

79) Who wrote ‘The Indian war of Independence‘ / ‘দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইনডিপেনডেন্স’ -এর রচয়িতা কে ?
A) Dadabhai Naoroji/ দাদাভাই নৌরজী
B) Romesh Chunder Dutt/ রমেশচন্দ্র দত্ত
C) Vinayak Damodar Sabharkar/ বিনায়ক দামোদর সাভারকর
D) Harish Chandra Mukhopadhyay/ হরিশচন্দ্র মুখোপাধ্যায়

80) In which newspaper ‘Boycott’ was first declared? / কোন সংবাদপত্রে ‘বয়কট’ সর্বপ্রথম ঘোষিত হয় ?
A) Sanjiboni/ সঞ্জীবনী
B) Hitawadi/ হিতবাদী
C) Yugantar/ যুগান্তর
D) Amrita Bazar/ অমৃত বাজার